Women

সংজ্ঞা পাল্টালেই ভাবনা বদলায়? ব্যক্তিগত স্বরে ‘অন্য’ নারীরা, কথোপকথনে অনুপ্রভা ও বন্যা

‘নারী’-র সংজ্ঞা পরিবর্তনের প্রেক্ষিতে উঠে এল ‘অন্য’ নারীদের ব্যক্তিগত স্বর। কেমব্রিজ ডিকশনারির সংজ্ঞা পরিবর্তনে সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গির বদলের আশা।

প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর , সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:৫৫
Share:
Advertisement

চিরাচরিত পিতৃতান্ত্রিক সমাজের কটাক্ষ, চাহনির প্রতিরোধ পার করেছেন অনুপ্রভা, বন্যা এবং আরও অনেকে। জন্মসূত্রে প্রাপ্ত ‘পুরুষ’ পরিচয়কে অস্বীকার করে তাঁরা বাঁচছেন নিজেদের বেছে নেওয়া লিঙ্গ পরিচয়ে, হয়ে উঠেছেন ‘অন্য নারী’। সম্প্রতি কেমব্রিজ ডিকশনারি পরিবর্তন এনেছে ‘নারী’ ও ‘পুরুষ’- এর সংজ্ঞায়। অনুপ্রভা, বন্যা তাঁদের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছেন সমাজের সব ক্ষেত্রে এই অঙ্গীভূতকরণের প্রয়োজনীয়তা। তাঁদের মতে, ছো়টবেলায় স্কুলের গণ্ডি থেকেই এই পাঠ শুরু করা প্রয়োজন। বদল আসা দরকার রূপকথার গল্পের রাজা- রানির চেনা ছকে। ফলে তাঁদের ব্যক্তিগত স্বরে বারেবারে উঠে এসেছে সহযোগী সরকারি পরিবেশের সার্থকতা। কথোপকথন জারি রাখা আবশ্যক বলে মনে করেন এঁরা সকলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement