ভিডিয়ো সৌজন্য: পিটিআই
প্রায় ২০০ দমকলকর্মীর নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার প্রায় আট দিন বাদেও কেরলের এর্নাকুলাম জেলার ব্রহ্মপূরম বর্জ্য শোধনাগার থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় আতঙ্ক এলাকায়। প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে। খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও হেল্পলাইনও। কয়েক দিন আগে কেরল হাই কোর্ট এ ব্যাপারে কেরল সরকারের সমালোচনা করে বলে যে ব্রহ্মপূরমের ঘটনায় কোচি শহর একটি ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছে।