Didir Suraksha Kavach

অনুব্রতের জেলায় ক্ষোভের মুখে ‘দিদির দূত’, পাশ কাটিয়ে চলে গেলেন বিধায়ক

শুক্রবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে যান বিকাশ। বিধায়কের কাছে গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার বাড়ি তৈরির জন্য অনেকের থেকে ‘কাটমানি’ নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৪:৫৯
Share:
Advertisement

শুক্রবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে যান বিকাশ। বিধায়কের কাছে গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার বাড়ি তৈরির জন্য অনেকের থেকে ‘কাটমানি’ নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের অধিকাংশই নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছেন। এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়েও কেউ কেউ অভিযোগ করেন। সেই সময়েই বিধায়কের অনুগামী এবং তৃণমূল কর্মীদের স্লোগান শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, স্লোগানের ঠেলায় বিধায়কের কাছে অনেকেই অভিযোগ জানাতে পারেননি। তার আগেই সেখান থেকে বেরিয়ে যান বিকাশ। যদিও স্থানীয় সূত্রে দাবি, পরে স্থানীয় একটি ক্লাবে বসে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শোনেন বিধায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement