TMC

পথ আটকে গ্রামে ঢুকতে বাধা বিধায়ককে, বাঁশ, গাছ ফেলে রেখে বিক্ষোভ!

রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির পঞ্চম দিনে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের চিনপাই পঞ্চায়েত এলাকায় যান বিকাশ। সেখানে এলেমা গ্রামে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:৪৩
Share:
Advertisement

‘দিদির দূত’ তৃণমূলের আরও এক বিধায়ক গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। গ্রামে ঢোকার মুখে বাঁশ, গাছ ফেলে রেখে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর পথ আটকে দিলেন গ্রামবাসীরা! এই ঘটনা নিয়ে শাসকদলকে বিঁধতে শুরু করেছে বিজেপি। রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির পঞ্চম দিনে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের চিনপাই পঞ্চায়েত এলাকায় যান বিকাশ। সেখানে এলেমা গ্রামে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীদের একাংশ গ্রামে ঢোকার মুখে বাঁশ, গাছ ফেলে রেখে বিধায়কের পথ আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিশ্রুতি দিয়েও গ্রামে পানীয় জলের ব্যবস্থা করে দেননি বিধায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement