প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুবর্ণা
প্রবল দাবদাহ থেকে আপাতত স্বস্তি। ঝাড়খণ্ড, ওড়িশা এবং দক্ষিবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি। সোমবার দুপুর থেকেই বৃষ্টি কলকাতা, হাওড়া-সহ একাধিক জেলায়। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এর ফলে রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি অনেকটাই শীতল হবে বলে আশাবাদী আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাসের কথায়, বৃষ্টির কারণে শুষ্ক পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং তাপপ্রবাহ থেকে অনেকটাই নিস্তার পাওয়া যাবে। রাজ্যের সামগ্রিক তাপমাত্রাও কমবে। পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি পর্যন্ত। বৃষ্টির পর বুধবার থেকে তাপমাত্রা বাড়লেও উপকূলীয় জেলায় তা কোনওভাবেই ৪০ ডিগ্রি ছাড়াবে না। একইসঙ্গে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস।