প্রতিবেদন: তীর্থঙ্কর
বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেডিয়ো ডায়গনিসিস বিভাগের দোতলায় আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দশটি ইঞ্জিন। সাময়িক ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। হাসপাতালে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, নগরপাল এবং তৃণমূল নেতা মদন মিত্র। আসেন বিজেপি নেতা সজল ঘোষও। যে ঘরে আগুন লেগেছিল সেখানে কোনও রোগী ছিলেন না। তবে ধোঁয়ার কারণে আশেপাশের ওয়ার্ড থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কী ভাবে আগুন লাগল তার ফরেনসিক তদন্ত হবে বলে জানিয়েছেন নগরপাল বিনীত গোয়েল।