রাজ্যের উপনির্বাচনে জেতা আসনে তৃণমূলের হার। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে হার শাসক দলের। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৬৬৭ ভোট। অন্যদিকে যে আসন থেকে তিন বার জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন প্রয়াত সুব্রত সাহা, সেই সাগরদিঘিতে তৃণমূল পেয়েছে ৬৪ হাজার ৬৬৭ ভোট। এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ২৫ হাজার ৮১৫। সাগরদিঘির এই ফলাফলের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নির্বাচনকেই ‘দুষলেন’ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সাগরদিঘিতে বিজেপির ভোট কাটতে ‘ব্রাহ্মণ পরিবারের সন্তানকে প্রার্থী করেছিলেন মমতা’। আর তাতে ‘চাল ও গামছা দুই-ই গিয়েছে’, বিধানসভায় মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।