প্রতিবেদন: সুবর্ণা, চিত্রগ্রহণ: অসীম, সম্পাদনা: সুব্রত
১৯৬০ সালে অসম সরকার ঘোষণা করে রাজ্যে সরকারি ভাষা হবে অহমিয়া। বিক্ষোভে ফেটে পড়েন অসমের অন্যান্য ভাষাভাষী মানুষ। প্রতিবাদে সোচ্চার হন বরাক উপত্যকার বাংলাভাষী নাগরিকেরা। ১৯৬১ সালের ১৯ মে শিলচর স্টেশনে সাধারণ মানুষের শান্তিপূর্ণ জমায়েতে অসম পুলিশ গুলি চালালে মৃত্যু হয় ১১ জন আন্দোলনকারীর। নিহত হন সদ্য ম্যাট্রিক পরীক্ষা দেওয়া কমলা ভট্টাচার্য। কোন পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলনের আগুনে জ্বলে উঠল সে দিনের শিলচর-সহ বিস্তীর্ণ বরাক উপত্যকা? সংঘাতের পিছনে রাজনীতিই বা কী ছিল? অসমে ভাষাভিত্তিক পরিচিতির রাজনীতির ইতিহাসটাই বা কী রকম? আলোচনায় সংস্কৃতি কর্মী ও গবেষক শুভপ্রসাদ নন্দী মজুমদার।