Pakistan Economic Crisis

বিপর্যস্ত পাকিস্তান, অর্থসঙ্কট-মূল্যবৃদ্ধি-খাদ্যাভাবে নাভিশ্বাস জনতার

পাকিস্তানে সঙ্কট অব্যাহত। অস্বাভাবিক মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধিতে বিধ্বস্ত নাগরিক জনজীবন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ২০:০১
Share:
Advertisement

বিদেশি মুদ্রার হার এতটাই তলানিতে যে পণ্যের বিনিময়ে পণ্য বাণিজ্যের রাস্তায় হাঁটতে চলেছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। ২০২২-২৩ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার মাত্র ০.২৯ শতাংশ। মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে ৪৭ শতাংশে পৌঁছেছে। পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। মার্চ মাসের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পেঁয়াজের দাম ২২৮.২৮ শতাংশ, সিগারেটের দাম ১৬৫.৮৮ শতাংশ, ডিজ়েল এবং কলার দাম যথাক্রমে ১০২.৮৯ শতাংশ এবং ৮৯.১৭ শতাংশ বেড়েছে। দু’বেলা খাবার জোটাতে নাভিশ্বাস আম জনতার। গত কয়েক মাসে খাবার সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা বার বার শিরোনামে এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement