Canada Forest Fires

দাবানলে পুড়ছে কানাডা, ধোঁয়ায় ঢাকল আমেরিকা-নরওয়ের আকাশ

পূর্ব ও পশ্চিম কানাডার প্রায় ৪৩ লক্ষ হেক্টর বনাঞ্চল দাবানলের গ্রাসে। ৪২৭টি দাবানলের মধ্যে ২৩২টি নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ওটাওয়া (কানাডা) শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৬:৪৬
Share:
Advertisement

প্রতি বছর এই সময়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানলের দাপট দেখা যায়। কিন্তু এ বারে ব্যাপ্তি বেশি, পূর্ব কানাডার জঙ্গলও পুড়ছে আগুনে। বিপর্যস্ত খনি শিল্প, ব্যহত তেল ও গ্যাস উৎপাদন। ঘরছাড়া হাজার হাজার মানুষ। কানাডার দাবানলের কালো ধোঁয়া ঢেকেছে প্রতিবেশী আমেরিকার আকাশও। নরওয়েতেও একই ছবি। এমনকি কানাডার দাবানলের ধোঁয়া দক্ষিণ ইউরোপেও পৌঁছনোর আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে অস্বাভাবিক গরম ও শুকনো আবহাওয়ার কারণেই এই পরিস্থিতি। এ বারে তাই গ্রীষ্মের আগেই পুড়ছে কানাডার বিস্তীর্ণ বনাঞ্চল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement