প্রতি বছর এই সময়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানলের দাপট দেখা যায়। কিন্তু এ বারে ব্যাপ্তি বেশি, পূর্ব কানাডার জঙ্গলও পুড়ছে আগুনে। বিপর্যস্ত খনি শিল্প, ব্যহত তেল ও গ্যাস উৎপাদন। ঘরছাড়া হাজার হাজার মানুষ। কানাডার দাবানলের কালো ধোঁয়া ঢেকেছে প্রতিবেশী আমেরিকার আকাশও। নরওয়েতেও একই ছবি। এমনকি কানাডার দাবানলের ধোঁয়া দক্ষিণ ইউরোপেও পৌঁছনোর আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে অস্বাভাবিক গরম ও শুকনো আবহাওয়ার কারণেই এই পরিস্থিতি। এ বারে তাই গ্রীষ্মের আগেই পুড়ছে কানাডার বিস্তীর্ণ বনাঞ্চল।