প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
শনি এবং রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মালদায় অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা। তবে এই মুহূর্তে কলকাতা এবং উপকূলীয় জেলায় কোনও রকম বৃষ্টি বা ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা নেই, পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এখন আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রাও কমতে পারে ১ ডিগ্রি পর্যন্ত। কালবৈশাখীর আভাস দিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।