‘ফিট মি আপ’, বিশেষভাবে সক্ষমদের আত্মনির্ভর করতে বিশেষ উদ্যোগ। আঁকার প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষভাবে সক্ষম শিশুদের হাতেই তৈরি হয় শিল্প। ওরা জুতো, মোজা, চশমা, ওড়নায় আঁকে। সেই শিল্পকর্ম বিক্রি হয় ইনস্টাগ্রাম, অ্যামাজ়ন এবং ওয়েবসাইটে। বিক্রি হওয়া সামগ্রী থেকে উপার্জিত অর্থ বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষায় ব্যবহৃত হয়।