প্রতিবেদন: প্রিয়ঙ্কর ও শ্রাবস্তী, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: শুভাশিস
চাঁচর বা ন্যাড়াপোড়া দিয়ে দোল উৎসবের শুরু কলকাতার শোভাবাজার রাজবাড়িতে। প্রায় ২৫০ ধরে চলে আসছে এই পুজো। রাজবাড়ির দালান জুড়ে পরিবারের সদস্যরা। ঠিক যেমন দেখা যায় রাজবাড়ির দুর্গাপুজোর সময়। আজকের প্রজন্মের কেউ কেউ আবার ভিডিয়ো কলে উপস্থিত। চলছে গান। রাজবাড়ির পূর্বপুরুষদের লেখা-সুর করা গীতি আলেখ্য গাইছে বর্তমান প্রজন্ম। তিন দিন ধরে চলতে থাকা এই উৎসব ঘিরে রাজবাড়ির সব প্রজন্মের সমান উৎসাহ।