বাবা নেই। মা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ছোট বোন মামার বাড়িতে থাকে। পড়াশোনার জন্য স্কুলের ছাত্রাবাসে থাকতে বাধ্য হয়েছিলেন তিনি। নামখানার সেই শেখ মোরশেদই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেলেন ৪৬০ নম্বর। নামখানা থানার দক্ষিণ দুর্গাপুরে মোরশেদদের চারচালা বাড়িটি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। শেষ ২ বছর ছাত্রাবাসে কেটেছে মোরশেদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যখন বাকি বন্ধুরা বাড়িতে চলে গিয়েছিলেন, তখনও ছাত্রাবাসেই থাকতেন তিনি। পরীক্ষায় ছেলের সাফল্যের পরেও দেখা করতে আসতে পারেননি মা মুরশিদা বিবি। কারণ কাজ বন্ধ করে আসা মানে টাকাও বন্ধ। মোরশেদের স্বপ্ন অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে পড়াশোনা করা। কী ভাবে পড়ার খরচ জোগাবেন, তা তিনি জানেন না। অন্ধকারে স্কুলের শিক্ষকেরাও।