Indubala Bhaater Hotel

‘অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই’, অভিযোগ জয়তী চক্রবর্তীর

“এমন আরও অনেক কিছু ঘটবে। এই জগৎ আর আমাদের নেই। নিজের আনন্দে গেয়ে যা”, জয়তীর পোস্টে লিখলেন শিল্পী লোপামুদ্রা মিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১২:৩৪
Share:
Advertisement

জয়তী চক্রবর্তী গান গাইলেও সেই গান রাখা হল না ওয়েব সিরিজ়ে। জানতেও পারলেন না শিল্পী। দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ়টি দেখতে বসে এমনই আশাভঙ্গ হল বলে সমাজমাধ্যমে অভিযোগ করলেন জয়তী। যদিও জয়তীর মতে সিরিজ়ে শিল্পী তালিকায় রাখা হয়েছে তাঁর নাম। তাঁর অভিযোগ, স্বীকৃতি পাননি প্রকৃত কণ্ঠশিল্পী। জয়তীর কাছে তা একজন শিল্পীর অপমান। সম্প্রতি, এই সিরিজ়ের সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় জানান, এই সিরিজ়ের কাজের জন্য হুমকি ফোন পাচ্ছেন তিনি নিয়মিত। ফলে, শুরু থেকেই বিতর্কের সম্মুখীন সিরিজ়টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement