প্রতিবেদন- প্রচেতা
রাজ্যে চিকিৎসকের ঘাটতি। রোগীর অনুপাতে চিকিৎসক কম, পরিষেবা দিতেও কার্যত হিমশিম অবস্থা। এমতাবস্থায় ‘পাঠ্যক্রম কমিয়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রস্তাব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডাক্তারিতে ৩ বছরের ডিপ্লোমা কোর্স চালু করা যায় কিনা দেখা হোক। তার পরেই রাজ্যের একাধিক চিকিৎসক নিয়ে একটি কমিটি গঠন করা হয়। যদিও সূত্রের খবর, সেই কমিটির প্রথম বৈঠকে প্রত্যেক সদস্যই জানিয়েছেন যে, ৩ বছর পড়লেই ‘ডিপ্লোমা ডাক্তার’ শব্দবন্ধের উল্লেখ করা ঠিক হবে না। ডাক্তারের সমতুল্য কোনও পদ তৈরি করা যাবে না, তবে চিকিৎসায় ডিপ্লোমা কোর্স চালু করা প্রসঙ্গে চিকিৎসক তথা সাংসদ শান্তনু সেনের মত, "মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য মহৎ, গ্রামের মানুষের স্বার্থেই এই পরিকল্পনা"। অন্যদিকে এই পরিকল্পনাকে 'অবাস্তব' বললেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তাঁর মতে তিন বছরের পড়াশোনায় ডাক্তার হওয়া যায় না।