সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার। জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। পঞ্চায়েত ভোটের আগে এই জয় কি বাম-কংগ্রেস জোটকে বাড়তি অক্সিজেন জোগাবে? উত্তরে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “সাগরদিঘিতে তৃণমূলের নিজের ভোট কমেছে ৩০ হাজার, বিজেপির ভোট কমেছে ২০ হাজার। ভোট বেড়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর। মিথ ভাঙা শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে বিজেপিকে যারা ভোট দিয়েছেন তাঁরা ঠকেছেন। বিকল্প বাম।” একই সুরে সুর মিলিয়ে ত্রিপুরায় তৃণমূলের ফল নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, “কংগ্রেসে থেকে বিজেপিতে যাওয়া যায় না, সে কারণেই কংগ্রেস ভেঙে তৃণমূল করেছেন মমতা। ত্রিপুরায় সিপিএম ফেল করলে পাস করল কে? নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করেছেন পিসি-ভাইপো।” সিপিএমের দাবি, ত্রিপুরায় ১৩ আসনে তৃণমূলের ভোট ১ শতাংশেরও কম। এমন অনেক আসন আছে যেখানে তৃণমূল ভোট কেটেছে, বিজেপি জিতেছে।