ইউক্রেনের খেরসন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল রাশিয়া। শনিবার সকালে, বড়দিনের প্রস্তুতির মাঝে খেরসন শহরের কেন্দ্রে রাশিয়া আক্রমণ করে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের শুরুতেই রাশিয়া খেরসন শহর দখল করে নেয়। আট মাস রাশিয়ার দখলে থাকার পর নভেম্বরে সেই শহর পুনরাধিকার করে ইউক্রেন। এর আগে, কৃষ্ণসাগরে ক্ষেপণাস্ত্র সজ্জিত রুশ জাহাজ প্রবেশ নিয়ে সতর্ক করেছিল ইউক্রেনের সেনাবাহিনী। শনিবারের আচমকা আক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি উৎসবের মরসুমে এই আক্রমণ আরও জোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।