ছকভাঙা চিত্রনাট্য আর ছবির পরতে পরতে নান্দনিকতার ছোঁয়া। তাঁর হাত ধরেই সৃষ্টি ‘চোখের বালি’, ‘সব চরিত্র কাল্পনিক’, ‘উনিশে এপ্রিল’, ‘চিত্রাঙ্গদা’-র মতো চমকপ্রদ ছবি। তাঁর প্রয়াণ দিবসে রইল একগুচ্ছ রোজনামচা। সাধের বইঘর, আড্ডাঘরের প্রিয় অর্ধনারীশ্বরের মূর্তি, মেহগনি কাঠের আয়নায় লেগে রয়েছে স্মৃতির পরশ। এই বাড়িতেই হাঁটতে শিখেছিলেন রাইমা সেন। শর্মিলা ঠাকুরের রূপটান ঘর ছিল এই ‘তাসের ঘর’। ঋতু’র বাড়ির আনাচ কানাচ, ফিরে দেখা তাঁর ব্যক্তিসত্তার ভাঙাগড়া।