রানির মাতৃত্বের লড়াই এবং অনির্বাণের বলিউড অভিষেক, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি জুড়ে চমক
বিরাটির সাগরিকার নিজের সন্তানের হেফাজত নিয়ে নরওয়ে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের গল্পই পরিচালক অসীমা ছিব্বরের এই ছবির পটভূমি ।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ১৬:২২
Share:
Advertisement
শেষ দশ বছরে ‘মর্দানী’, ‘হিচকি’, ‘মর্দানী ২’, ‘বান্টি অউর বাবলি ২’ –এর মতো ছবির পর ফের বড় পর্দায় রানি। পাশাপাশি এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের।