প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
ঘূর্ণাবর্তের বৃষ্টিতে বাংলায় সাময়িক স্বস্তি। ঘূর্ণাবর্ত সরতেই পরিস্থিতি বদল। ‘বাড়বে গরম’, পূর্বাভাস দিয়ে আগাম সতর্ক করল আলিপুর হাওয়া অফিস। উপকূলীয় জেলায় আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, রাজ্যের এই জেলগুলিতে বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। অন্যদিকে রাজ্যের পাহাড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আভাস আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাসের।