২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুলের করা মোদী-মন্তব্যের জন্য তাঁকে দু’বছরের করাদণ্ডের সাজা শুনিয়েছে সুরত জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
সাংসদ পদ খারিজের পর প্রথম সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী জানালেন, মোদী-আদানি সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলাতেই নিশানা করা হয়েছে তাঁকে।