মিছিল না সমাবেশ, এই নিয়ে মতান্তর হয়েছিল সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বের মধ্যেই। শেষ পর্যন্ত মিছিলই করলেন কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা। ডিএ আন্দোলনের শততম দিনে দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে দুপুর ১টায় মিছিল শুরু হয়। মিছিলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাসে করে কলকাতায় এসেছেন সরকারি কর্মীরা। হরিশ মুখার্জি রোড ঘুরে আবার হাজরা মোড়ে এসে শেষ হয় মিছিল। সেখানে এক সমাবেশে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, কৌস্তভ বাগচী-সহ অন্যান্য বিরোধী দলের নেতৃত্ব।
এ দিন হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ বাড়ি ও তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ‘চোর-চোর’ স্লোগান ওঠে মিছিল থেকে। প্রসঙ্গত, প্রথমে এই পথ ধরে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। সংগ্রামী যৌথমঞ্চ হাই কোর্টের দ্বারস্থ হলে বিচারপতি রাজশেখর মান্থা সুশৃঙ্খল ভাবে ওই রাস্তা দিয়ে মিছিল করতে নির্দেশ দেন। পাশাপাশি তিনি এও নির্দেশ দিয়েছিলেন যে মিছিল থেকে কোনও কুমন্তব্য করা যাবে না।