প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
মিলে গেল পূর্বাভাস। বুধবার থেকেই রাজ্যের উত্তরবঙ্গে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ের ৫ জেলায় শিলাবৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ উপকূলীয় জেলায় প্রতি ঘণ্টায় হাওয়ার গতিবেগ থাকবে ন্যূনতম ৩০ কিলোমিটার। মধ্য মার্চের এই বৃষ্টির কারণে আমের ফলনে ক্ষতি হবে। ক্ষতির সম্ভাবনা শাক, সব্জির ফলনেও। চাষিদের আলু তুলে নেওয়ার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের।