প্রতিবেদন- প্রচেতা, চিত্রগ্রহণ- সৌরভ, সম্পাদনা- বিজন
নিয়ম মেনে নিয়োগ হয়নি। ৪২ হাজার ৫০০ শিক্ষকের মধ্যে ৩৬ হাজার শিক্ষককেই চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল উচ্চ আদালত। আগামী ৪ মাস পার্শ্ব শিক্ষকের বেতন নিয়ে কাজ করবেন তাঁরা, সেই সময়ের মধ্যেই নতুন নিয়োগ সম্পন্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ আদালতে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে পর্ষদ সভাপতির বক্তব্য নিয়ম মেনেই নিয়োগ হয়েছে। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বোর্ড আইনি পরামর্শ নিচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এই শিক্ষকদের যখন নিয়োগ করা হয়েছিল তখন তা নিয়ম মেনেই হয়েছিল। আর সেই নিয়মেই এঁরা আর এখন অপ্রশিক্ষিত নন। এবং শিক্ষক হওয়ার যোগ্যও।