প্রতিবেদন: প্রচেতা
পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে বিকেল থেকেই শুরু হবে বজ্রপাতের সঙ্গে বৃষ্টি। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জন্যও একই পূর্বাভাস। দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। অন্যদিকে দক্ষিণবঙ্গেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী ৭২ ঘণ্টায় কলকাতা এবং রাজধানী সংলগ্ন জেলায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। উল্টে সোমবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে বলেই পূর্বাভাস।