৯৭ তম এপিসোড। নতুন বছরের প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে নিজের বক্তব্যে ভারতীয় গণতন্ত্রের জয়গান গাইলেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “লোকতন্ত্র আমাদের রন্ধ্রে, আমাদের সংস্কৃতিতে, ভারত গণতন্ত্রের মা।” একই সঙ্গে এদিনের রেডিও অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর বক্তব্যে শোনা গেল বিশ্বের ‘বৈদ্যুতিন বর্জ্য’ নিয়ে আশঙ্কার কথাও। “আজকের অত্যাধুনিক ই-ডিভাইস কালকেই পুরাতন হয়ে যাবে, তা ফেলেও দেওয়া হবে। এতে বৈদ্যুতিন বর্জ্যের পরিমাণ বাড়ছে”, শঙ্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী ভাবে তা পুনর্ব্যবহার করা যায়, সে দিকেই বিশেষ নজর দেওয়ার কথাই রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে বললেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এল গোয়ার কথাও। পর্যটন তো বটেই, গোয়ার ‘পার্পল ফেস্ট’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী। এ দিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের অভিবাদনও জানিয়েছেন তিনি।