প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর পাড়ে একের পর এক কংক্রিটের নির্মাণ গড়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। অভিযোগ, কুলতলি বিধানসভার পিয়ালি এবং পেটকুলচাঁদ নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে বাড়ি। আরও অভিযোগ, প্রশাসনের তরফে নিষেধ করার পরেও নদী ‘চুরি’ বন্ধ হচ্ছে না কুলতলির, মেরিগঞ্জ-২ নম্বর গ্রামের পিয়ালি নদী পাড়ে। অভিযোগ উঠছে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণের। এ ছাড়াও গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী গ্রামের পেটকুল বাজার এলাকায় পেটকুলচাঁদ নদীর পাড়ে ম্যানগ্রোভ কেটেও তৈরি বাড়ি তৈরির অভিযোগ উঠেছে।