নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলাতেই শনিবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেককে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এ বিষয়ে সোমবার আদালতে প্রতিক্রিয়া জানতে চাওয়ায় রীতিমতো ‘ক্ষুব্ধ’ হন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমি প্রায় ৩০০ দিন বিনা বিচারে বন্দি। সেটা নিয়ে বলুন, আমি আর কী বলব।” অতীতেও অভিষেকের ‘তৃণমূলে নব জোয়ার’ যাত্রা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পার্থ। কর্মসূচির সফল্যও কামনা করেছেন। কিন্তু এ দিন তাঁর গলায় শোনা গেল ভিন্ন সুর।