Adivasi Bandh

কুড়মিদের পাল্টা আন্দোলনে আদিবাসীরা, ১২ ঘণ্টার বাংলা বন্‌ধে বিপর্যস্ত জঙ্গলমহল

কুড়মিদের তফসিলি জনজাতিভুক্ত করার দাবির বিরুদ্ধে আন্দোলনে এ রাজ্যের আদিবাসীরা। বৃহস্পতিবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দেয় আদিবাসী যৌথ মঞ্চ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বীরভূম, পশ্চিম বর্ধমান শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৬:৩৮
Share:
Advertisement

কুড়মিরা আদিবাসীদের ইতিহাস বিকৃত করছে এবং তাদের তফসিলি উপজাতিভুক্ত করার যড়যন্ত্র চলছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। ওই ফোরামে রয়েছে আদিবাসীদের ১২টি সংগঠন। তাদের ডাকা বন্‌ধের প্রভাব পড়েছে জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। সংগঠনের সদস্যেরা ট্রেন বন্ধ না করলেও চলছে রাস্তা অবরোধ। তার জেরে বিপাকে যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বাঁকুড়া জেলায় ৪০টিরও বেশি জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এর জেরে রানিগঞ্জ-খড়্গপুর ৬০ নম্বর জাতীয় সড়ক, বাঁকুড়া-পুরুলিয়া ৬০-এ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। থমকে গিয়েছে বাঁকুড়া-শালতোড়া, বাঁকুড়া-কমলপুর, বাঁকুড়া-দুর্গাপুর, বাঁকুড়া-ঝাড়গ্রাম এবং বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement