এক ওভারে ২৬, তার মধ্যে শেষ বলেই এল ১৮ রান। এক বলে সর্বাধিক ১৮ রান দেওয়ার এই নজির গোটা বিশ্বে আর একটিও নেই। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে চিপক সুপার গিলিস বনাম সালেম স্পার্টানস ম্যাচের ২০তম ওভারেই ঘটল এই ঘটনা। প্রথম ইনিংসের শেষ ওভারে বল করতে এসে স্পার্টানস অধিনায়ক অভিষেক তানওয়ারকে করতে হল দশটি ডেলিভারি। শেষ বলের জন্যই ৫টি ডেলিভারি করেছেন তানওয়ার। নো বল, নো বল (ফ্রি হিট) + ৬, নো বল (ফ্রি হিট) + ২, ওয়াইড এবং শেষ ডেলিভারিতে ৬— শেষ বলে সব মিলিয়ে এসেছে ১৮ রান। যার সৌজন্যে স্পার্টানসের বিরুদ্ধে ২১৭ রানের পাহাড় রাখতে সমর্থ হয় সুপার গিলিসরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৫ রানেই শেষ হয় স্পার্টানসের ইনিংস। ম্যাচ শেষে অভিষেক তানওয়ার হাওয়ার উপর দোষ চাপিয়ে বলেন, “শেষ ওভারে নো বল করার জন্য আমাকেই কথা শুনতে হবে। একজন সিনিয়র হিসাবে আমি নিজেও হতাশ।” গত মরসুমে স্পার্টানস অধিনায়ক তানওয়ারই ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারি। ৯ ম্যাচে ২৪০ রান দিয়ে তাঁর সংগ্রহ ১৭টি উইকেট।