চিত্রগ্রহণ: প্রচেতা, সম্পাদনা: বিজন
২ জুনের সন্ধ্যা। বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনায় পড়ে শালিমার থেকে চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেস। তবে এই প্রথম নয়, এর আগেও করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষ পূর্বের রাজ্যগুলি থেকে দক্ষিণে চিকিৎসা করাতে যান এই ট্রেনে চেপে। আর আছেন পরিযায়ী শ্রমিকেরা, কেরল-চেন্নাই-সহ দক্ষিণের অনেক রাজ্যে রুটিরুজির সন্ধানে যাওয়া মানুষগুলোর ভরসা এই ট্রেনই। কবে চালু হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস? কোন কোন রাজ্য ঘুরে কোন পথে যায় এই ট্রেন? করমণ্ডল এক্সপ্রেসের সফরের ইতিহাস-ভূগোলের খতিয়ান আনন্দবাজার অনলাইনে।