গোয়ার মার্সেল গ্রামের দেবকী কৃষ্ণ মন্দির। প্রতি বছর আষাঢ় মাসের ১২ তারিখে মন্দির চত্বরে হাজারে হাজারে পুণ্যার্থী জড়ো হন কাদামাটি খেলায় অংশ নিতে। পুরাণের গল্প অনুযায়ী, কৃষ্ণ তাঁর ছেলেবেলায় এ ভাবেই খেলতেন। তাঁর অনুকরণেই গোয়ায় পালিত হয় ‘চিকল কালো’ উৎসব। এ বারই প্রথম উৎসব আয়োজনে মন্দির কর্তৃপক্ষকে সাহায্য করল গোয়ার পর্যটন দফতর। বুধবার পর্যটনমন্ত্রী তিন দিনের এই উৎসবের সূচনা করেন। মন্দির চত্বরে কাদামাটি খেলার মধ্যে দিয়ে শেষ হল এ বারের উৎসব। পর্যটনমন্ত্রী জানান, আগামী বছরে আরও বড় করে এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁর দফতরের।