ভিডিয়ো সৌজন্য: পিটিআই
পঞ্জাব সরকারের উদ্যোগে পঠানকোটের কৃষকদের নতুন ফসল এখন রেশম। সরকারের সেরিকালচার দফতর বিভিন্ন রাজ্য থেকে রেশম কীট কিনে ১৫দিন পরিচর্যার পর চাষিদের হাতে তুলে দিচ্ছেন। চাষিরা সেই কীট থেকে উৎপাদিত রেশম রফতানি করে বেশ লাভবান হচ্ছেন। আগে এক প্রকার রেশমের চাষ হলেও বর্তমানে পঞ্জাবে মালবেরি, এরি, তসর— এই তিন প্রকার রেশম মথের চাষে উৎসাহ দিচ্ছে সরকার। আগামী দিনে স্থানীয়দের নতুন আয়ের দিশা দেখাবে রেশম চাষ, এমনটাই আশা পঞ্জাব সরকারের।