নারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত মিশনপাড়া এলাকায় গেলেন ‘দিদির দূত’ বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানকার সাধারণ মানুষ দীর্ঘদিনের জল-সমস্যার কথা তুলে ধরেন শতাব্দীর কাছে। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন সাংসদ। এর আগে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে মহম্মদবাজারের ফুল্লাইপুর এলাকায় বিক্ষোভের সম্মুখীন হন শতাব্দী। তাঁর গাড়ি থামিয়ে জলের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের কয়েক জন। সকলকেই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি।