ঘটনাটি ঘটেছে রবিবার মহারাষ্ট্রের আকোলায় এক মন্দিরে। পুলিশ সূত্রে খবর, রবিবার আকোলার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শ’য়ে পুণ্যার্থী। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মন্দিরের পাশেই টিনের ছাউনির তলায় আশ্রয় নিয়েছিলেন অনেকে। আচমকা গাছ ভেঙে পড়ে টিনের ছাউনির মাথায়।ছাউনির তলায় আশ্রয় নেওয়া পুন্যার্থীরা গুরুতর জখম হন। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতাল আসার পথেই চার জনের মৃত্যু হয়। এএনআই সূত্রে খবর, হাসপাতালে আসার পর আরও তিন জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের উপ মু্খ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ জানিয়েছেন, মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করা হবে।