প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: প্রিয়ঙ্কর
‘অবস্থা ভয়াবহ!’ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে এভাবেই ব্যাখ্যা করলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। ‘‘চাকরি পেতে গেলে কী করতে হবে সেই চেহারাটা নগ্ন ভাবে সামনে এসেছে, অভিভাবকেরা আস্থা হারাচ্ছেন,’’ দাবি তাঁর। কেরলে শতকরা ৫৪টি পরিবারের পক্ষে সন্তানকে অনলাইনে পড়ানো সম্ভব হলেও এ রাজ্যে তা শতকরা ২৩টির বেশি পরিবারের পক্ষে সম্ভব নয়, এই তথ্য দিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের দাবি, লকডাউনের সময়ে উপযুক্ত পঠনপাঠন থেকে বঞ্চিত হয়েছেন পড়ুয়ারা।