প্রতিবেদন: প্রচেতা ও তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
দেড়শো বছর আগে পথ চলা শুরু করেছিল ঘোড়ায় টানা ট্রাম। তার পরে স্টিম ইঞ্জিন হয়ে অবশেষে বিদ্যুৎবাহী। ট্রাম ছাড়া কলকাতার ব্যস্ত রাস্তার ছবি কল্পনা করা শক্ত। এক সময়ে প্রায় ৫০টির মতো রুটে ট্রাম চলত এ শহরে। এখন মাত্র ২টি। বামেদের অভিযোগ, তৃণমূল সরকার ট্রাম তুলে দিতে চায়, ট্রামের জমি বেচে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাকে। পরিবেশ বান্ধব গণ পরিবহণ বাঁচাতে শুক্রবার শহরের বিভিন্ন ট্রাম রুটে ও ডিপোয় বিক্ষোভ দেখাল সিপিএম ও এসএফআই।