Kolkata International Book Fair

কলকাতায় ৯০০টি স্টলের বইমেলা এই প্রথম!

৩০ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বারের থিম স্পেন।

প্রতিবেদন: সৌরভ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৮:১৫
Share:
Advertisement

৪৬তম বর্ষে নজিরবিহীন বুক স্টলের সংখ্যা! ২০২৩ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় থাকবে ৯০০টি স্টল। এর মধ্যে প্রায় ২০০টি বরাদ্দ হয়েছে শুধু মাত্র লিটল ম্যাগাজিনের জন্য। এই বছরই প্রথম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে তাইল্যান্ড। ৩০ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা চলবে ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বারের মেলায় বইপ্রেমীদের জন্য থাকছে ‘বই বাম্পার লটারি’ জেতার সুযোগ। শুধু তাই নয়, বইপ্রেমীদের জন্য ‘বুক লাইব্রেরি’ জেতার সুযোগ রাখছে পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement