বেশ কিছু বছর ধরে তাণ্ডব চালানো দাঁতাল হাতিকে অবশেষে পরাস্ত করলেন কেরালার পালাক্কড়ের বন দফতরের কর্মীরা। দাঁতাল হাতিটিকে ঘুম পাড়িয়ে তিনটি কুনকি হাতির সাহায্যে লরিতে তুলে নিয়ে যাওয়া হয়। পালাক্কড়ের ধোনি এলাকায় দাঁতাল হাতিটি বেশ কয়েক বছর ধরে এলাকার মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছিল। হাতিটিকে ধরার জন্য নিয়ে আসা হয় বিরাট খাঁচা। পালাক্কড়ের বনমন্ত্রী এ কে শশীন্দ্রন ধরা পড়ার পর হাতিটির নাম রেখেছেন ‘ধোনি’। বহু অনিদ্র রাতের পরে দাঁতাল হাতিটি ধরা পড়ায় এলাকার মানুষ স্বস্তিতে।