প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
আনন্দবাজার অনলাইনের কাছে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের ‘অব্যবস্থা’ নিয়ে গত ১৩ নভেম্বর অভিযোগ করেছিলেন নাট্যব্যক্তিত্বদের একাংশ। তার পরেই অ্যাকাডেমির কর্মীরা প্রতীকী অনশনে বসেছিলেন বুধ এবং বৃহস্পতিবার দুপুরে। সেই প্রেক্ষিতেই প্রেক্ষাগৃহের পরিকাঠামোর সমস্যা নিয়ে আরও এক বার সরব হলেন ওই নাট্যব্যক্তিত্বরা— কৌশিক সেন, অর্পিতা ঘোষ, ও নীল মুখোপাধ্যায়। কর্মীদের সঙ্গে কথা বলে, ঐতিহ্যশালী এই প্রেক্ষাগৃহের ভিতর ও বাইরের ‘অযত্নে’র চেহারা ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।