Justice Abhijit Gangopadhyay

‘আমি একা নই, আরও অনেকেই অঙ্গদান করবেন’, অঙ্গীকার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘মৃত্যুই শেষ কথা নয়’, অঙ্গদানের আন্দোলনে থাকবেন, কথা দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৭:০৫
Share:
Advertisement

বিকাশরঞ্জন ভট্টাচার্যের আমন্ত্রণে গণদর্পণের অনুষ্ঠানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘মৃত্যুই শেষ কথা নয়’, অঙ্গদানের আন্দোলনে থাকবেন, কথা দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। ‘ধর্মান্ধতার’ কারণে এই আন্দোলন ছড়িয়ে পড়েনি, অঙ্গদানের উদ্যোগে যুবকদের অংশগ্রহণ চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে নিজে এই আন্দোলনে থাকবেন এবং বন্ধুদেরও উৎসাহিত করবেন বলেও জানিয়েছেন তিনি। “জৈবিক পক্রিয়ায় পাওয়া শরীরের অধিকার সমাজের। জীবনের পরিসমাপ্তির পর দেহ ফেলে দেওয়া হয় না। ধর্মীয় আধারের উপর দাঁড়িয়ে কেউ কবর দেয়, কেউ পুড়িয়ে দেয়। তা চিকিৎসাবিজ্ঞানে কাজে লাগানো যায়,” অঙ্গদানের পক্ষে মত বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement