FIFA World Cup 2022

জাপানের ‘সন্দেহজনক’ গোলে জার্মানির স্বপ্নভঙ্গ, বিতর্কের শিরোনামে ‘ভার’

স্পেনের বিরুদ্ধে জাপানি ফুটবলার তানাকের গোল নিয়ে বিতর্ক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৩:২০
Share:
Advertisement

বেলজিয়ামের পর এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানিও। ম্যানুয়েল ন্যুয়েরদের কাতার সফর এই পর্যন্তই, এবার দোহা থেকে ফিরতে হবে বার্লিনে। শেষ ম্যাচে কোস্টা রিকার বিরুদ্ধে ৪-২ গোলে জিতেও শেষ ষোলোয় যাওয়া হল না ৪ বারের বিশ্বকাপ জয়ীদের। সৌজন্যে জাপান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে জাপানের অঘটনের সূত্রপাত, যা শেষ হল বৃহস্পতিবার রাতে স্পেনকে ২-১ গোলে হারিয়ে। গ্রুপ ‘ই’ থেকে লিগ চ্যাম্পিয়ন হয়েই শেষ করল জাপান। অন্যদিকে শেষ ম্যাচে হেরেও শেষ ষোলোয় পৌঁছল স্পেন।

কেন এই বিতর্ক? যে ছবি প্রথমে সম্প্রচারিত হয়েছে, তাতে পরিষ্কার দেখা যায়, বল দাগের বাইরে। যদিও ভিডিয়ো অ্যাসিট্যান্ট রেফারি বা ভার-এর সিদ্ধান্ত অনুযায়ী গোল বাতিল করা হয়নি। ছবি অনুযায়ী বৃত্তাকার বলের একটা অংশ দাগের ভিতরে থাকায় ভার এই গোলকে স্বীকৃতি দেয়। যা নিয়ে ক্ষিপ্ত খোদ স্প্যানিশ কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement