Abrogation of Article 370
৩৭০ ধারা বাতিলের পর প্রথম দশম শ্রেণির পরীক্ষা কাশ্মীরে
সর্বভারতীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে এক সূত্রে বাঁধতে কাশ্মীরে মার্চ-এপ্রিল জুড়ে দশম শ্রেণির পরীক্ষার উদ্যোগ নিল সরকার।
সংবাদ সংস্থা
শ্রীনগর
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১০:২৯
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর প্রথম বার দশম শ্রেণির পরীক্ষা উদ্যোগ নিল জম্মু-কাশ্মীর সরকার। সমতলে মার্চের মাঝামাঝি ও তুষারাবৃত অঞ্চলে এপ্রিলের মাঝামাঝি সময়ে পরীক্ষা হবে। এই ঘোষণায় খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। সর্বভারতীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে কাশ্মীরকে এক সূত্রে বাঁধতে সরকারের তরফে এই উদ্যোগ।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)