Rhino Attack

দুই গন্ডারের লড়াইয়ের মাঝে পর্যটকের গাড়ি! আহত অন্তত ৭

বনকর্মীরা জানিয়েছেন, জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের এই রকম বেপরোয়া আক্রমণের কোনও নজির নেই। হঠাৎ এমন ঘটনায় অবাক তাঁরাও। দুর্ঘটনায় গুরুতর জখম হন জিপসির চালক-সহ মোট ৭ জন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫২
Share:
Advertisement

জলদাপাড়া জাতীয় উদ্যানে বেড়াতে এসে ভয়াবহ দুর্ঘটনার মুখে হলেন একদল পর্যটক। এলাকা দখলের লড়াইয়ে মত্ত দুই গন্ডার আচমকাই উঠে আসে জঙ্গলের রাস্তায়। ঠিক তখনই ওই রাস্তা ধরে যাচ্ছিল পর্যটকবোঝাই ‘সাফারি কার’।

গাড়ি দেখা মাত্রই দুই গন্ডারের সমস্ত রোষ গিয়ে পড়ে সেটির উপর। বিপদ বুঝে গাড়িচালকও দ্রুত পিছিয়ে আসছিলেন।

Advertisement

সেই সময়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নর্দমায় উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন জিপসির চালক-সহ মোট ৭ জন। তাঁদের প্রত্যেককে তড়িঘড়ি উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement