প্রতিবেদন: সৌরভ ও তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
অবস্থান বিক্ষোভের ২১৫ দিন। এ দিন শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার পাদদেশে জামা খুলে এক প্রকার ‘অর্ধনগ্ন’ অবস্থায় প্রতিবাদ দেখালেন রাজ্য সরকারের গ্রুপ ডি পদের চাকরিপ্রার্থীরা। চাকরি না থাকার কারণে রোজগার নেই, সে কারণে পোশাক কেনার পয়সাও তাঁদের নেই, এমন দৈন্যদশার কথা জনসমক্ষে তুলে ধরতেই এই ‘বেনজির’ প্রতিবাদে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাজ্য সরকারের গ্রুপ ডি পদের চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর সঙ্গে যোগ দেন কলকাতা জেলার সিপিআইএম নেতা ইন্দ্রজিৎ ঘোষও। ৬০ হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটাও চাকরি কেন হল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরসারি প্রশ্ন নওশাদ সিদ্দিকির।