রবীন্দ্রজয়ন্তীতে কলকাতার জোড়াসাঁকোয় কবিপ্রণামের পর উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ভারতের স্থলবন্দর এবং বিএসএফ-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পেট্রাপোলে ‘ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া’ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে তিনি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশে নিজের শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি ভারত এবং বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীত লেখার সম্মান অর্জন করেছেন।” এরপর ভারত-বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ‘কার্গো’ দ্বারের উদ্বোধন করে অমিত শাহ বলেন, “ল্যান্ড পোর্ট অথিরিট অব ইন্ডিয়া ২০১৬-১৭ আর্থিক বর্ষে ১৮,০০০ কোটি টাকার ব্যবসা দিয়েছে। এখন তা ৩০,০০০ কোটি টাকার গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে।” পেট্রাপোল সীমান্তে যাত্রীদের পরিসংখ্যান তুলে দিয়ে তিনি আরও বলেন, “২০২২-২৩ সালে ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। প্রতিদিন ১১,০০০ যাত্রীর আগমন হয়েছে। দ্বিতীয় কার্গো গেট তৈরি হওয়ায় এই যাতায়াত আরও সুগম হবে।” অমিত শাহ আশাবাদী, ভারত এবং বাংলাদেশের এই বন্ধন আরও সুদৃঢ় হবে।