প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: অলোক
ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। তারপরই জল্পনার শুরু। তবে কি তৃণমূলে ঘরওয়াপসি করছেন অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়? শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে বিধানসভার ২ নং গেটের বাইরে সাংবাদিক বৈঠক ডেকে জল্পনায় জল ঢাললেন খোদ খড়্গপুরের বিজেপি বিধায়ক। অভিষেকের সঙ্গে তাঁর ছবি ‘কৃত্রিম’! ২০২১ সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই, ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই প্রযুক্তির সহায়তায় এমন ছবি তৈরি করা হয়েছে, দাবি হিরণের। এখানেই শেষ নয়। তৃণমূলে যোগ দেওয়ার প্রশ্নে হিরণের উত্তর, “চোরেদের দল! প্রযুক্তি ব্যবহার করে হাতে ঝান্ডা ধরিয়ে দিলেও পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না হিরণ তৃণমূলে ফিরছে।”