Weather

চৈত্রের শেষে জ্বালাময়ী গরম, তাপপ্রবাহেরও আশঙ্কা হাওয়া অফিসের

ধারাবাহিকভাবে বাড়বে তাপমাত্রা। ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন, সৌরভ পাল
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ২১:৩৮
Share:
Advertisement

জ্বালাময়ী গরম এবং সঙ্গে অস্বস্তি, আগামী এক সপ্তাহে রাজ্যের তাপমাত্রা নিয়ে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আশঙ্কা, চৈত্রের শেষে গরম ধারাবাহিকভাবে বাড়বে। ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলা, যেমন মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহও থাকতে পারে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে গরম বাড়লেও তা অসহনীয় হবে না বলেই মনে করছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই সময়ে ঝিমঝিম ভাব কিংবা শিরটান (ক্র্যাম্প) হওয়ার মতো অবস্থা হলে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে বয়স্ক মানুষের প্রতি বাড়তি নজর রাখার কথাও বলেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই সময়ে বেশি করে জল খাওয়ার পাশাপাশি হাল্কা জামা কাপড় পরলে কিছুটা উপশম পাওয়া যেতে পারে বলেও মত তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement