প্রতিবেদন: সৌরভ , চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
কাতার বিশ্বকাপে বাংলার যোগ, সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দফতর। বাংলা থেকে কাতারে যাচ্ছে হরিণঘাটার মাংস। বিশ্বকাপের মরশুমে বাংলা থেকে পৃথিবী বিখ্যাত ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ আমদানি করছে কাতার। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের পর ছাগলের মাংস বিশেষ কনটেনারে কলকাতা থেকে বিমানে সরাসরি চলে যাচ্ছে কাতার। শুধু বিশ্বকাপই নয়, সারা বছরব্যাপী আরব দেশে ছাগলের মাংস পাঠাবে বাংলা।